ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জর্জিয়া ও মিসিসিপিতে প্রচণ্ড ঝড়ে ১৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
জর্জিয়া ও মিসিসিপিতে প্রচণ্ড ঝড়ে ১৬ জনের প্রাণহানি সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও মিসিসিপি অঙ্গরাজ্যে প্রচণ্ড ঝড়ে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন অনেকে। শনিবার (২১ জানুয়ারি) দক্ষিণ-কেন্দ্রীয় জর্জিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া এ টর্নেডোতে ১২ জনের মৃত্যু হওয়ায় সেখানে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর নাথান ডিল।

এছাড়া এতে মিসিসিপিতে আরো চারজনের মৃত্যু হয়েছে।  এই ঝড় উত্তর ফ্লোরিডা ও দক্ষিণ জর্জিয়ায় ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।



বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।