ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিনিদের ভিসা দিতে ইরানের পাল্টা কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
মার্কিনিদের ভিসা দিতে ইরানের পাল্টা কড়াকড়ি ডোনাল্ড ট্রাম্প

ঢাকা: এক নির্বাহী আদেশে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ভিসা বন্ধ করে দেওয়ায় ইরানও ঘোষণা দিয়েছে, তাদের দেশেও মার্কিন ভ্রমণকারীদের সীমিত ভিসা দেওয়া হবে।

শনিবার (২৮ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মার্কিনিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর হবে ইরান।

ট্রাম্পের শুক্রবারের নির্বাহী আদেশের আওতায় মার্কিন মুলুকে যেকোনো ধরনের শরণার্থী প্রবেশ বন্ধ থাকবে আগামী ৪ মাস।

আর সিরিয়ার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ট্রাম্প তার আদেশে সিরিয়া ছাড়াও মুসলিমপ্রধান আরও ৬টি দেশের ভিজিটর বা দর্শনার্থী প্রবেশ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ৩ মাসের জন্য। সে ৬টি দেশ হলো ইরাক, ইরান, ইয়েমেনে, লিবিয়া, সোমালিয়া ও সুদান।

বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।