ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পর্যটনকেন্দ্র বালিতে ভূমিধসে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
পর্যটনকেন্দ্র বালিতে ভূমিধসে ১২ জনের মৃত্যু ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালি (ছবি সংগৃহীত)

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালি দ্বীপে ভূমিধসে ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও, এছাড়া আহত আছেন আরও কয়েকজন।

দ্বীপের উত্তর-পূর্ব অংশের গ্রাম সোঙ্গানে স্থানীয় সময় বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে এই ভূমিধসের ঘটনা ঘটে।

আবহাওয়া অফিসের এক মুখপাত্র জানান, মূলত অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেই মাটি নরম হয়ে ওঠে, যাতে নামে ধস।

উদ্ধারকারী দল বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।