ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশ বিধানসভায় নির্বাচন চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
উত্তরপ্রদেশ বিধানসভায় নির্বাচন চলছে ভোট দিচ্ছেন নাগরিকরা, ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে।

সবচেয়ে জনবহুল এই রাজ্যে ভোট লড়াইয়ে একত্রে আছে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেস। আর অন্য পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি-বিজেপি।

সমাজবাদী পার্টি ও কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির আর এ সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি বেছে নিয়েছে ধর্মীয় ইস্যুকে।

প্রথম দফায় বিধানসভায় ৭৩টি আসনে ভোট নেওয়া হচ্ছে। লড়াইয়ের ময়দানে রয়েছেন ৮৩৯ প্রার্থী।

এবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশকেই পাখির চোখ করেছে বিজেপি। কারণ এবার তারা এই রাজ্যে জয় চায়।

এই দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিং, রাজ্য বিধানসভায় কংগ্রেসের প্রধান প্রদীপ মাথুর, বিজেপির মুখপাত্র শ্রীকান্ত শর্মা, বিজেপি সাংসদ হুকুম সিংয়ের মেয়ে মৃগাঙ্কা সিং, বিতর্কিত বিজেপি নেতা সংগীত সোম ও সুরেশ রানা। এছাড়াও ‌লড়াইয়ে রয়েছেন, রাজ্য বিজেপির সভাপতি লক্ষ্মীকান্ত বাজপেয়ী, আরজেডি প্রধান লালুপ্রসাদ ‌যাদবের জামাই রাহুল সিং, রাজস্থানের গভর্নর কল্যাণ সিংয়ের নাতি সন্দীপ সিং।

প্রথম দফার ভোটগ্রহণের হচ্ছে মুজাফফরনগর, শামলি, মেরঠের মতো জেলায়। এই তিনটি জেলাতে দুবছর আগে ভয়ঙ্কর সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল। ফলে ওইসব জেলা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ছয় হাজার আইন-শৃঙ্গলা বাহিনী।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।