ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধসে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বাঁধ, বিপর্যয়ে লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ধসে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বাঁধ, বিপর্যয়ে লাখো মানুষ

ঢাকা: ফাটল দেখা দেয়ায় যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উচু বাঁধ হিসেবে পরিচিত ওরাভিল ড্যাম। ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কায় সরিয়ে নেয়া হচ্ছে বাঁধের ভাটিতে থাকা কমপক্ষে ১ লাখ ত্রিশ হাজার মানুষকে।

সোমবার (ফেব্রুয়ারি ১৩) সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ওয়াটার রিসোর্স  জানিয়েছে কয়েক ঘণ্টার মধ্যেই ধসে পড়তে পারে ওরাভিল ড্যাম।

তবে বাঁধের ফাটল রোধ করতে ফাটলের জায়গায় হেলিকপ্টার দিয়ে পাথর ফেলছে ড্যাম কর্তৃপক্ষ।

পাশাপাশি বাঁধের রিজার্ভে থাকা পানিও ছেড়ে দেয়া হচ্ছে।

কর্তৃপক্ষ বাঁধের ভাটিতে থাকা ওরাভিল, গ্রিডলে, লাইভ ওক, মেরিসভিল, হোয়েট ল্যান্ড, ইউবা সিটি, প্লুমাস লেকসহ আশপাশের কয়েকটি কাউন্টির অধিবাসীদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে আতঙ্কিত অধিবাসীরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করায় সংলগ্ন প্রধান সড়কে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। ওরাভিল ড্যাম নামে পরিচিত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই বাঁধটির উচ্চতা ২৩০ মিটার। পানি সরবরাহ, বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হতো বাঁধটি।

গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। ফলে বাঁধটিতে জমা হয়  ধারণ ক্ষমতার থেকে বেশি পানি।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।