ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শশিকলার চার বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
শশিকলার চার বছরের কারাদণ্ড ভি কে শশিকলা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার সব সম্ভবনা শেষ হয়ে গেল ভি কে শশিকলার। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে শশিকলাকে ১০ কোটি টাকা অর্থদণ্ডও করা হয়েছে। ফলে আগামী দশ বছর কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের দুই বিচারক এ মামলায় পৃথক রায় দেন। তবে, দু’জনই তাকে ৪ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

শশিকলাকে চেন্নাই পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

জয়ললিতার মৃত্যুর পর রাজ্যের ক্ষমতাসীন এআইএডিএমকে দলের নেতাকর্মীরা সর্বসম্মতভাবে শশিকলাকে মুখ্যমন্ত্রী পদের জন্য নির্বাচিত করেন।  

প্রায় ২০ বছর আগে জয়ললিতার সঙ্গেই তার ছায়াসঙ্গী শশিকলার নামও একের পর এক দুর্নীতির মামলায় জড়াতে শুরু করে। জয়ললিতা চারটি মামলা থেকে শেষ পর্যন্ত অব্যাহতি পান। কিন্তু ৬৬.৬৫ কোটি টাকার আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলা থেকে মুক্তি পাননি। সেই মামলায় শশিকলাও জড়িত।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরআর/এসএইচ
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।