ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরন, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০
চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরন, নিহত ১৯

বেইজিং: চীনের উত্তরপূর্বাঞ্চলে আতশবাজি কারখানায় সংঘটিত ভয়াবহ বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় ১৫০ জনেরও বেশি আহত হয়।

মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এতথ্য জানায়।

বার্তা সংস্থা জানায়, হেইলংজিয়াং প্রদেশের ইচুন শহরে সংঘটিত বিস্ফোরণে এক কিলোমিটার দূরের ভবনের জানালা ভেঙ্গে চুরমার হয়ে যায়। এছাড়া পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের কম্পন অনুভূত হয়।

বিস্ফোরণের কারণে সৃষ্ট আগুন নেভাতে পাঁচশ ৫০ জন দমকল কর্মী ও সেনা মোতয়েন করা হয়েছে। একইসঙ্গে বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানে শত শত উদ্ধারকর্মীকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আহত ১৫০ জনের মধ্যে ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ২ হাজারেরও বেশি বাসিন্দাকে এ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থলের কাছের আসবাবপত্রের কারখানার এক কর্মী চায়না ডেইলি সংবাদপত্রকে বলেন, ‘আমরা এটাকে ভূমিকম্প বলে ধারণা করেছিলাম। কারণ কারখানার ভবনটি কেঁপে উঠেছিলো এবং বাতি ও ঘড়ি পড়ে গিয়েছিলো। ’

তিনি আরও বলেন, ‘আতশবাজি কারখানার কাছে কালো মাশরুমের মতো একটি বড় মেঘ দেখা যাচ্ছিল এবং ক্রমেই তা ওপরে উঠতে উঠতে বড় হচ্ছিল। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।