ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গভর্নর নির্বাচনের ভোটগ্রহণ চলছে জাকার্তায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
গভর্নর নির্বাচনের ভোটগ্রহণ চলছে জাকার্তায় ভোট চলছে জাকার্তায়, ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গভর্নর নির্বাচনের ভোটগ্রহণ চলছে। উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নিয়ে নতুন গভর্নর নির্বাচিত করতে ভোট দিচ্ছেন জাকার্তাবাসী।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

এমন সময় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যখন সদ্য বিদায়ী গভর্নর বাসুকি তাজাহাজা পুর্নামার ইসলাম ও কোরআন নিয়ে কটূক্তি করায় ব্যাপকভাবে সমালোচিত।

অহোক সমথর্নকারীরা, ছবি: সংগৃীতপ্রায় এক কোটি ভোট‍ার এ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। জাকার্তার সাতটি প্রদেশ, ১৮টি বড় শহর ও ৭৬ জেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিদায়ী গভর্নর বাসুকি তাজাহাজা পুর্নামা তার দেশে ‘অহোক’ নামে বেশি পরিচিত। গত ডিসেম্বরে ইসলাম সম্পর্কে কূটক্তি ও অবমাননার অভিযোগে পুর্নামাকে গ্রেফতারের দাবিতে ফুসে উঠেছিলেন জাকার্তার মুসল্লিরা।

জাকার্তায় অহোকবিরোধী মুসলিমদের সমাবেশ (ফাইল ফটো)এদিকে, গত শনিবার (১১ ফেব্রুয়ারি) জাকার্তার জাতীয় মসজিদকে কেন্দ্র বিশাল এক সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে মুসলিম ধর্মীয় নেতারা ‘অহোক’বিরোধী বক্তব্য দিয়ে গভর্নর নির্বাচনে মুসলিম প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

এ নির্বাচনে অহোক’র বিরুদ্ধে দুইজন মুসলিম প্রার্থী লড়াই করছেন। ২০১৯ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটাই হচ্ছে সবচেয়ে বড় ভোট যুদ্ধ।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।