ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত সফরে যাচ্ছেন মার্কিন কংগ্রেসের ২৭ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
ভারত সফরে যাচ্ছেন মার্কিন কংগ্রেসের ২৭ সদস্য

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। আখ্যা দিয়েছিলেন ‘সত্যিকারের বন্ধু রাষ্ট্র ও অংশীদার’ হিসেবে।

এবার সেই বন্ধুত্বের প্রসার আরও বাড়িয়ে নিতে কংগ্রেসের দুটি বড় প্রতিনিধিদল ভারত সফর করতে যাচ্ছে।

অন্তত ২৭ সদস্যের ওই দলের মূল উদ্দেশ্য ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ীক প্রসারের দিকটি আরও এগিয়ে নেওয়া।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট মিলিয়ে প্রথম দলটিতে ১৯ ও দ্বিতীয়টিতে আছেন আট কংগ্রেস ম্যান। আগামী ২০ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লি ও হায়দরাবাদে থাকবে প্রথম দলটি। আর দ্বিতীয় দলটি বেঙ্গালুরু হয়ে ফিরবে ২৩ ফেব্রুয়ারি।

প্রতিরক্ষা, নিরাপত্তা, আন্তর্জাতিক জঙ্গি-সন্ত্রাসবাদ দমন ইস্যুতে দুই দেশ আলোচনার টেবিলে বসবে বলে জানা গেছে। ভারত সরকার এই আলোচনায় তুলতে পারে ‘এইচ-ওয়ান বি ভিসার’ ইস্যুটি। যাতে মার্কিন মুলুকে থাকা ভারতীয়দের কোনো বিপত্তিতে পড়তে না হয়।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।