ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় পানির ট্যাঙ্কে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
 অস্ট্রেলিয়ায় পানির ট্যাঙ্কে একই পরিবারের ৩ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়ালস অঙ্গরাজ্যে পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ক‍ার্বন মনোঅক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের ভাই রয়েছেন। স্বামীর নাম অ্যান্ড্রু, স্ত্রী অ্যানি ও তাদের ভাই রোবার্ট বাসনেট।

তাদের সবার বয়স প্রায় ৬০ বছর।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিবিসি এ খবর জানায়।

পুলশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দেশটির রাজধানী ক্যানবেরা থেকে ৬০ কিলোমিটার উত্তরে কংক্রিট দিয়ে তৈরি পারিবারিক পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে যান। এ সময় উচ্চমাত্রায় বিষাক্ত গ্যাসের বিক্রিয়ায় পেট্রোল ধোঁয়ায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।