ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পশ্চিমাঞ্চলে একটি ব্যস্ত বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ক্যাপ্টেন মোহামেদ হুসেইন জানান, রোববার (১৯ ফেব্রুয়ারি) মোগাদিসুর মদিনা জেলায় দোকান ও ফুডস্ট্যান্ডকে লক্ষ্য করে চালানো শক্তিশালী ওই বিস্ফোরণে অন্তত ১৫ নিহত হয়েছেন। হামলাটি ছিলো গাড়ি বোমা।

হামলায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।  

তবে এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। যদিও এ ধরনের হামলার পেছনে দেশটির জঙ্গি সংগঠন আল-শাবাব বরাবরই দায় স্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।