ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে ৭৪ শরণার্থীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
লিবিয়া উপকূলে ৭৪ শরণার্থীর মরদেহ

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর যাবার উপকূলে ৭৪ শরণার্থীর মরদেহ ভেসে আসার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মরদেহগুলোর মধ্যে তিনটি পুরুষ বলে প্রাথমিক নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় রেড ক্রিসেন্টের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, সোমবার (২০ ফেব্রুয়ারি) ওই উপকূলে মরদেহগুলো ভেসে আসে। অন্তত দুইদিন আগে ভূমধ্যসাগরে তাদের সলিল সমাধি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোহামেদ আল-মিসরাতি নামে রেড ক্রিসেন্টের ওই কর্মকর্তা জানান, শরণার্থীরা সবাই পূর্ণবয়স্ক, অধিকাংশই আফ্রিকার সাব-সাহারা দেশের।

উন্নত জীবনের প্রত্যাশায় ইউরোপের দেশগুলোতে প্রবেশে শরণার্থীদের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা লিবিয়া। আবার ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়তই বহু মানুষের কপাল পুড়ছে এ উপকূলেই।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।