ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের বিলাসবহুল হোটেলে আগুন, আটকা পড়েছে বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
চীনের বিলাসবহুল হোটেলে আগুন, আটকা পড়েছে বহু মানুষ চীনের বিলাসবহুল হোটেলে আগুন; ছবি-সংগৃহীত

ঢাকা: চীনের একটি বিলাসবহুল তারকা হোটেলে আগুনের ঘটনায় সেখানে আটকা পড়ে আছে বহু মানুষ। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নানচ্যাং নগরীতে শনিবার ( ফেব্রুয়ারি ২৫) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় এইচএনএ প্লাটিনাম মিক্স হোটেলটির বিভিন্ন তলা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ।

এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে এখনও বহুলোক হোটেলটির ভেতরে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও উদ্ধার কার্য চলছে বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।