ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ডিনার পার্টি বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
হোয়াইট হাউসে ডিনার পার্টি বাতিল করলেন ট্রাম্প ২০১৫ সালে হোয়াইট হাউসে ডিনার পার্টিতে অংশ নেওয়ার ছবি ডোনাল্ড ট্রাম্পের, ছবি: সংগৃহীত

দেশের স্বনামধন্য তারকা, সাংবাদিক ও রাজনীতিকদের সঙ্গে হোয়াইট হাউসে ডিনার পার্টি বর্জনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস করেসপন্ডেন্ট’স অ্যাসোসিয়েশন ডিনার নামে ওই পার্টি আগামী ২৯ এপ্রিল হোয়াইট হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক টুইট বার্তার মাধ্যমে এ ডিনার পার্টি বাতিলের ঘোষণা দেন ট্রাম্প।

এর আগে শুক্রবার বেশকিছু পত্রিকা ও টেলিভিশনকে হোয়াইট হাউসে ঢুকতে দেননি ট্রাম্প। এরপরই এমন ঘোষণা দিলেন তিনি।

ট্রাম্প বলেন, ২৯ এপ্রিলের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট’স অ্যাসোসিয়েশন ডিনারে তিনি অংশ নিচ্ছেন না। তবে সবার জন্য শুভকামনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।