ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এফবিআই’র তদন্তে নাক গলাবেন না মার্কিন অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
এফবিআই’র তদন্তে নাক গলাবেন না মার্কিন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ইস্যুতে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থ‍া এফবিআই’র তদন্তে নাক গলাবেন না মার্কিন নয়া অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স।

শুক্রবার (০৩ মার্চ) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও সিএনন এ খবর জানায়।

এক বিবৃতিতে জেফ সেশন্স বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত বর্তমান অথবা ভবিষ্যতে যে কোনো তদন্তে আমি নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এর মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দু’বারেরও বেশি সময় ‘গোপনে’ আলাপ করেছেন রুশ রাষ্ট্রদূতের সঙ্গে। এমন পরিস্থিতিতে সেশন্সের পদত্যাগের জোর দাবি তুলেছেন ডেমোক্র্যাটরা। আপাতত এই বিতর্ক সামলাতেই এখন হিমশিম খেতে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে।

অবশ্য সেশন্স তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।

এর আগে অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তোলায় বারাক ওবামার আমলে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বহিষ্কার করেন ট্রাম্প।

** ট্রাম্পের নয়া অ্যাটর্নিও ‘গোপনে’ আলাপ করেছেন রাশিয়ার সঙ্গে!

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।