ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বকাপ ফাইনালের দিন উগান্ডায় বোমা বিস্ফোরণ: অভিযুক্ত ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০
বিশ্বকাপ ফাইনালের দিন উগান্ডায় বোমা বিস্ফোরণ: অভিযুক্ত ৩২

কাম্পালা: উগান্ডার রাজধানী কাম্পালায় ১১ জুলাইয়ের বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩২ জন অভিযুক্ত হয়েছে। দেশটির প্রধান বিচারক বুধবার এ তথ্য জানান।



বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার সময় ওই বিস্ফোরণে বিদেশি নাগরিকসহ ৭৬ জন নিহত হয়েছিলো।

প্রধান বিচারক রিচার্ড বুটেরা বার্তাসংস্থা এএফপিকে জানান, অভিযুক্ত ৩২ জনের বিরুদ্ধে ৭৬ জন হত্যা ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে হামলার মূল পরিকল্পনাকারী চার জন।

মূল পরিকল্পনাকারী চার জনকে গত সপ্তাহে সংবাদমাধ্যমের সামনে হাজির করা হয়েছিলো। এ সময় তাদের কাছ কিভাবে তারা হামলার পরিকল্পনা করে তা জানা যায়।

বুটেরা জানান, আসামীদের সবাই একই অপরাধে অভিযুক্ত। সবাইকে একই মামলায় নেওয়ার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, “আমাদের কাছে একটি শক্ত মামলা আছে। অপরাধীদের সবাই বিচারের মুখোমুখি হবে। তবে, পরে অন্য অপরাধীদের এ মামলায় যুক্ত করা হবে। তদন্ত এখনো চলছে। ”

রাষ্ট্রীয় সংবাদপত্র নিউ ভিশন জানায়, অভিযুক্তদের ১৪ উগান্ডার, ১০ জন কেনিয়ার, ছয় জন সোমালিয়ার, একজন রুয়ান্ডার ও একজন পাকিস্তানের নাগরিক।

জঙ্গি সংগঠন আল কায়েদার অনুসারি সোমালিয়ার শেবাব নামের আরেক জঙ্গি সংগঠন এই হামলা পরিচালনা করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।