ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
ভারতের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ২০

শিমলা: ভারতের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

খবর এএফপি’র।

হিমাচল প্রদেশের রাজধানী শিমলা থেকে ৪০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের পরিদর্শক বালদেভ ঠাকুর টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে জানান।

তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত অন্তত ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ’

বাসটির যাত্রীর সংখ্যা নিয়ে অস্পষ্টতা থাকলেও দুর্ঘটনার সময় বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলো বলে ভারতের ইউনাইটেড নিউজ জানায়। এছাড়া ১৫০ ফুট উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় জানায় ইউনাইটেড নিউজ।

এদিকে এ দুর্ঘটনার একদিন আগে হিমাচল প্রদেশেরই অন্য অংশে ৭০ জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে ৩৭ জন নিহত হয়।

উল্লেখ্য, সরু ও ঝুঁকিপূর্ণ রাস্তার পাহাড়ি এ অঞ্চলটিতে প্রায়ই ভূমিধস ও দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।