ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নওয়াজের নামে ইমরানকে মামলা করতে বলেন বিচারপতিই!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
নওয়াজের নামে ইমরানকে মামলা করতে বলেন বিচারপতিই! নওয়াজ শরিফ ও ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে যে মামলায় ক্ষমতাচ্যুতির রায় দেওয়া হয়েছে, সেই মামলা দায়েরের জন্য বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খানকে বলেছিলেন আদেশদাতা বেঞ্চের নেতৃত্বে থাকা বিচারপতি আসিফ সায়ীদ খোসা। এই বিস্ফোরক দাবি করেছেন খোদ ইমরান খানই। তার এ মন্তব্যে পুরো পাকিস্তানজুড়ে তোলপাড় চলছে।

একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির ময়দানে নামা ইমরান জানান, পানামা পেপার্স কেলেঙ্কারি ছড়িয়ে পড়লে পিটিআইয়ের আন্দোলন দেখে সুপ্রিম কোর্টের বিচারপতি আসিফ সায়ীদ খোসা এবং সাবেক বিচারপতি আনোয়ার জহির জামালিই তাকে সর্বোচ্চ আদালতে মামলা করতে বলেন। এ নিয়ে বিচারপতি খোসা পিটিআই প্রধানকে বলেন, বিষয়টির মীমাংসা সুপ্রিম কোর্টই করতে পারে।

সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এআরআই’র ‘পাওয়ার প্লে’ শীর্ষক ওই সাক্ষাৎকারের বরাত দিয়ে প্রতিবেদন করছে পাকিস্তানের অন্য সংবাদমাধ্যমগুলো। সাক্ষাৎকারটি সঞ্চালনা করেন আরশাদ শরিফ।

তিনি ইমরান খানকে জিজ্ঞেস করেন— প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই আলোচিত রায়ের ফলে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনর্প্রতিষ্ঠিত হলো কিনা। জবাবে ইমরান বলেন, কেলেঙ্কারি ছড়িয়ে পড়ার পর তুমুল আন্দোলন গড়ে তুলে ইসলামাবাদ অচলের ডাক দিয়েও আমরা সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসি। তখন অনেকেই আমাদের বিরুদ্ধে সমালোচনা শুরু করে যে— আমরা ‘ইউ’ টার্ন নিয়েছি। কিন্তু তখন আসলে বিচারপতি খোসা ও বিচারপতি আনোয়ার জহির জামালি আমাদের বলেন যে, অশান্তি তৈরির বদলে যেন আদালতে যাই, কারণ আদালত এর সুষ্ঠু মীমাংসা করতে পারবে।

ইমরান বিচারপতি জামালিকে উদ্ধৃত করে বলেন, তিনি সেসময় বলেন যে, পানামা পেপার্স কেলেঙ্কারি পুরো দেশকে প্রভাবিত করছে। দেশকে এই অস্থিতিশীলতা ও সংকট থেকে বাঁচাতে হবে আমাদের। তখন বিচারপতি আসিফ সায়ীদ খোসা বলেন, এই ধরনের সংঘাত সমাধানে সর্বোচ্চ আদালতই সুপ্রিম ফোরাম। সুতরাং এখানেই উভয়পক্ষের আসা উচিত।

পরে মামলাটি দায়ের হলে বিচারপতি জহির জামালি, বিচারপতি খোসা, বিচারপতি আমির হানি মুসলিম, বিচারপতি শেখ আজমত সায়ীদ, এবং বিচারপতি ইজাজুল হাসান তার শুনানি করেন এবং উভয়পক্ষকেই তাদের লিখিত বক্তব্য উপস্থাপনের আদেশ দেন।

এরপর এগোয় মামলার বিচারপ্রক্রিয়া। বেঞ্চে বিচারপতি বদল হয়। দফায় দফায় শুনানি শেষে শুক্রবার (২৮ জুলাই) ‘সংসদের প্রতি অসততা ও অসত্যবাদিতা দেখানোর কারণে’ নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন খোসার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ। রায় ঘোষণার কিছুক্ষণ পরই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী।

শনিবার (২৯ জুলাই) নওয়াজ সংবাদ সম্মেলন করে বলেন, তিনি ভুল কিছু করেননি। দেশের বাইরে থাকার সময় ছেলের কোম্পানিতে এমডি হিসেবে থাকার সময় সেই চাকরির আয় না দেখানোর দায়ে তাকে ক্ষমতাচ্যুত করা হলেও আসলে সেই বেতন তিনি নেনওনি। পানামা পেপার্সে এই আয় দেখানোর তথ্যটিই ফাঁস হয়েছে।

মামলার রায় ঘোষণার পর পিটিআই চেয়ারম্যানসহ তার দলের প্রশংসা শুরু হলেও ওই সাক্ষাৎকারটি প্রচারের পর এখন উল্টো ক্রিকেটার-রাজনীতিক ইমরান খানকেই সমালোচনা শুনতে হচ্ছে।

নওয়াজের সমর্থক ও পিটিআই’র বিরোধীরা বলছেন, রাজনীতির মাঠে সুরাহা না করে ইমরান অগণতান্ত্রিক পদ্ধতিতে সুপ্রিম কোর্টের সহায়তা নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুতির পটভূমি তৈরি করেছেন। দুনিয়া মিডিয়া গ্রুপের এডিটর ইন চিফ কামরান খান বলেন, এটা সত্যিই মহাকাণ্ড। ... ইমরান খান থলের বিড়াল বের করে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এইচএ/

আরও পড়ুন
পাকিস্তানে ১ আগস্ট সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ, অন্তর্বর্তী দায়িত্বে শহীদ
শাহবাজই ‘হচ্ছেন’ প্রধানমন্ত্রী, চূড়ান্ত দলীয় প্রধান পদে
নওয়াজ কি এবার আজীবন নিষিদ্ধ হচ্ছেন?
প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের ভাই শাহবাজ!
‘অযোগ্য’ ঘোষিত নওয়াজ শরিফের পদত্যাগ
প্রধানমন্ত্রী পদে ‘অযোগ্য’ নওয়াজ শরিফ
নওয়াজ শরিফের ভাগ্য নির্ধারক রায় দুপুরে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।