ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নওয়াজের সঙ্গে বৈঠক অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
নওয়াজের সঙ্গে বৈঠক অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর বৈঠকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী ও পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

পাকিস্তানের পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী। সেখানে অন্তর্বতী সরকার চালানোর বিষয়ে তিনি নওয়াজের পরামর্শ চাইতে গিয়েছেন বলে মনে করা হচ্ছে।

দায়িত্বগ্রহণের পর বুধবার (২ আগস্ট) প্রথম কার্যদিবসেই আব্বাসী ছুটে যান উত্তরাঞ্চলীয় পর্যটন শহর মুরেতে নওয়াজের বাসভবনে। পানামা পেপার্স দুর্নীতি কেলেঙ্কারির মামলায় অযোগ্য হয়ে পদত্যাগের পর থেকে সপরিবারে এখানেই অবস্থান নিয়েছেন নওয়াজ।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, নতুন সরকার চালানোর বিষয়ে আলোচনা করতে গেছেন আব্বাসী। তিনি নওয়াজের আস্থাভাজন হিসেবেই ক্ষমতাসীন মুসলিম লিগের ভোটে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী পদে মনোনীত শেহবাজ শরিফও উপস্থিত ছিলেন।  

একটি সূত্র বলেছে, আব্বাসীর নেতৃত্বে অন্তর্বর্তী মন্ত্রিপরিষদ শপথ নেবে বুধবার। নওয়াজের সঙ্গে সে বিষয়েই পরামর্শ করেছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। নতুন মন্ত্রিপরিষদে নওয়াজ-অনুগতরা প্রাধান্য পেতে পারেন বলে মনে করা হচ্ছে।  

সংবাদমাধ্যম জানাচ্ছে, দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রেক্ষিতে রাজনৈতিকভাবে সৃষ্ট টালমাটাল পরিস্থিতিকে বেশ ভালোভাবেই সামাল দিতে সক্ষম হয়েছে মুসলিম লিগ। আব্বাসীর অন্তর্বর্তী মেয়াদে নির্বাচনের মাধ্যমে শাহবাজ স্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে পরিস্থিতি আরও উতরে যাবে তারা।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
জিওয়াই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।