ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিন ও ইসরায়েল সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
ফিলিস্তিন ও ইসরায়েল সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

তিনদিনের সফরে ইসরায়েল ও ফিলিস্তিন যাবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নতুন মহাসচিবের দায়িত্ব গ্রহণের পর সংকটময় এ অঞ্চলটিতে এটিই হবে তার প্রথম সফর। আগামী ২৮ আগস্ট তার এ সফর শুরু হবে কূটনৈতিক সূত্রে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সফরকালে জাতিসংঘ মহাসচিব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহুর সঙ্গে বৈঠক করবেন, পাশাপাশি রামাল্লায় দেখা করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত সহায়তা কার্যক্রমগুলোও পরিদর্শন করবেন তিনি।

 

জাতিসংঘের ইসরায়েলি দূত ডেনি ডেনন বলেছেন, মহাসচিবের এই সফর প্রধানমন্ত্রী নেতানইয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে। তার এ সফরের সংবাদে আমরা আনন্দিত।

ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর বলেন, সফরটি খুবই গুরুত্বপূর্ণ। এটা ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রমাণ করে।  

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
জিওয়াই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।