ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলা নিহত ১৫, আহত ২৫ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
পাকিস্তানে বোমা হামলা নিহত ১৫, আহত ২৫  পাকিস্তানে বোমা হামলা

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটার ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর ট্রাকে বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। 

প্রাদেশিক সরকারের মুখপাত্র আনোয়ার-উল-কাকারের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে।  

সেনাবাহিনীর আন্ত:গণসংযোগ বিভাগ আইএসপিআর -এর তথ্য মতে নিহতদের মধ্যে আটজন সেনা সদস্য ও সাতজন সাধারণ নাগরিক।

এছাড়া আহতদের মধ্যেও ১০ জন সেনা সদস্য রয়েছে।  

আহতদের স্থানীয় কোয়েটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শরফরাজ বকতি বলেন, আহতদের নিরাপত্তায় হাসপাতাল এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।  

তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন এই হামলায় দায় স্বীকার করেনি। তবে অতীতের সন্ত্রাসী হামলাগুলোর জন্য তালেবানকে দায়ী করা হয়।   

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।