ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বার্সেলোনায় হামলার সেই ‘গাড়িচালক’কে খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বার্সেলোনায় হামলার সেই ‘গাড়িচালক’কে খুঁজছে পুলিশ ইউনেস আবুইয়াকুবকে গাড়িচালক মনে করছে পুলিশ

বার্সেলোনা শহরে গাড়ি নিয়ে হামলার সেই চালককে ধরতে জোরদার অভিযানে নেমেছে স্প্যানিশ পুলিশ। সন্দেহভাজন ওই গাড়িচালকের নাম ইউনেস আবুইয়াকুব (২২) বলে জানাচ্ছে তারা।

স্থানীয় সময় শুক্রবার (১৮ আগস্ট) রাতে প্রথমে গাড়ি চালক হিসেবে মুসা ওকাবির (১৭) নামে এক মরোক্কান কিশোরের কথা জানালেও পরে স্প্যানিশ পুলিশ জানায়, আসলে গাড়িচালক ছিলেন আবুইয়াকুব। তিনিও ভূমধ্যসাগরের ওপারের দেশ মরোক্কোর।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বার্সেলোনার পর্যটন এলাকা লাস রাম্বলাসে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়ে ১৪ জনকে হত্যার ঘটনার পর দক্ষিণ-পশ্চিমের ক্যামব্রিলসেও একই রকম হামলার চেষ্টা চালানো হয়। সেখানে পুলিশের গুলিতে পাঁচ সন্দেহভাজন নিহত হয়।

শুক্রবার পুলিশের পক্ষ থেকে বলা হয়, নিহত ওই পাঁচজনের মধ্যে সন্দেহভাজন মুসা ওকাবিরও ছিলেন। মুসার ভাই দ্রিস ওকাবিরের কাগজপত্র দিয়েই বার্সেলোনায় হামলায় ব্যবহৃত গাড়িটি ভাড়া করা হয়েছিল। দ্রিস ঘটনাস্থলে ছিলেন না বিধায় তার ভাই মুসাকে সন্দেহ করা হয়।

পরে কাতালোনিয়া অঞ্চলের পুলিশ প্রধান জোসেফ ত্রাপেরো বলেন, মুসার চালক হওয়ার সম্ভাবনা কমই দেখা যাচ্ছে। এক্ষেত্রে বার্সেলোনার উত্তরাঞ্চলের রিপল শহরে বসবাসরত আবুইয়াকুবকে সন্দেহভাজন ধরা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সন্ত্রাসীরা আরও বড় কোনো ধরনের হামলার পরিকল্পনা করছিল। বৃহস্পতিবারের হামলার আগের দিন বুধবার (১৬ আগস্ট) আলকানারের একটি বাড়িতে বিস্ফোরণে একজনের প্রাণহানির ঘটনা সেই আভাসই দিচ্ছে। কর্মকর্তারা মনে করছেন, ওই বাড়িটিতে বিস্ফোরক সরঞ্জামই প্রস্তুতের কাজ চলছিল। গাড়ি চালিয়ে প্রাথমিক পরিকল্পনা বাস্তবায়ন করেছিল সন্ত্রাসীরা।

প্রায় এক যুগ আগে ২০০৪ সালের মার্চে স্পেনের রাজধানী মাদ্রিদের কমিউটার ট্রেনে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ১৯১ জন নিহত হয়। ওই ঘটনার পর দেশটিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটল এবার।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।