ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪ হামলার স্থল ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী

আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

দূতাবাসের কাছাকাছি ঘটনাটি ঘটলেও মূলত ব্যস্ত রাস্তার উপর দোকানে অবস্থিত লোকজনকে লক্ষ্য করে আত্মঘাতী হামলাটি চালানো হয়।

মাত্র মাস তিনেক আগে ১৫০ নিরীহ মানুষের প্রাণঘাতী ট্রাক বোমা হামলার পর ক্রমাগত হামলার মধ্যে মঙ্গলবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় সবশেষ হামলাটি ঘটলো।

 

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মাকসুদ স্কয়ারে একটি বেসরকারি ব্যাংকের সামনে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। আসন্ন ঈদ ঘিরে ব্যাংক থেকে লোকজনের অর্থ উত্তোলনের মধ্যে হামলাটি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও এ ধরনের হামলার পেছনে তালেবানদের দায়ী করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।