ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পে মেক্সিকোয় নিহত বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পে মেক্সিকোয় নিহত বেড়ে ২৭ ভূমিকম্পে ধসে পড়ে ভবন- সংগৃহীত

একশ’ বছরের ইতিহাসে মেক্সিকোর ভূখণ্ডে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে একটি নবজাতকসহ দু’টি শিশু রয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা প্রধান লুইস ফিলিপ পুয়েন্তে স্থানীয় টেলিভিশনকে জানান, ৮.১ মাত্রার ওই ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সর্বাধিক ২০ জন ওক্সাকা রাজ্যে, ৩ জন শিয়াপাসে, দুই শিশু তাবাসকো রাজ্যে দেয়াল চাপায় মারা গেছে।

গুয়েতেমালায়ও একজনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে ভূমিকম্পের পর মেক্সিকোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শতাব্দীর শক্তিশালী ওই ভূমিকম্পের পর পরবর্তী দেড়ঘণ্টায় অন্তত ৬২টি আফটার শক অনভূত হয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি ছিলো ৫.৭ মাত্রার।

ধমে পড়েছে ভবনভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ধসে পড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন প্রায় দুই লাখ মানুষ। ভবন ধসে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল, হোটেল।  

স্থানীয় সময় বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাত ১২টার কিছু সময় আগে ৮.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে মধ্য আমেরিকার দেশটি। ভূমিকম্পের তীব্রতায় উপকূলে সুনামি সর্তকতা জারি করা হয়। এ হুঁশিয়ারি বার্তা প্রযোজ্য হয় প্রতিবেশী গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, হন্ডুরাস ও ইকুয়েডরেও।

শক্তিশালী এ ভূমিকম্প ১৯৮৫ সালের ৮.২ মাত্রার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কথা স্মরণ করিয়ে দিচ্ছে মেক্সিকোবাসীকে। ওই সময় ভূমিকম্পে অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানি হয়।

৮.১ মাত্রার ভূমিকম্পে মেক্সিকোতে ৫ জনের প্রাণহানি
ভূমিকম্পের পর মেক্সিকোতে সুনামি, ২.৩ ফুট উঁচু ঢেউ
৮ মাত্রার ভূমিকম্প মেক্সিকোতে, সুনামি সতর্কতা

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।