ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘মহাবিপর্যয়কর’ অবস্থায় রোহিঙ্গারা: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
‘মহাবিপর্যয়কর’ অবস্থায় রোহিঙ্গারা: জাতিসংঘ মহাসচিব মিয়ানমার থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা নারী-ছবি- দীপু মালাকার

মিয়ানমারে রোহিঙ্গারা ‘মহাবিপর্যয়কর’ অবস্থায় রয়েছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্ধারিত বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

দেশটির নিরাপত্তারক্ষীরা সন্ত্রাসী দমনের নামে রোহিঙ্গাদের উপর যে ‘অন্যায় অত্যাচার’ চালাচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আখ্যা দিয়ে দ্রুতই তা বন্ধের তাগিদ দেন গুতেরেস।

পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে যথাযথ সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, গত সপ্তাহে যখন এ বিষয়ে আলোচনা হয় তখন সীমান্ত পাড়ি দিয়ে সোয়া লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য পাওয়া যায়। সপ্তাহান্তে যা তিনগুন বেড়ে তিন লাখ ৮০ হাজারে (বাস্তবে আরো বেশি) পৌঁছেছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাগুলো জানিয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না। বিশেষ করে নারী ও শিশুরা অপুষ্টিতে ভুগছে।

এদিকে চলতি মাসের শেষের দিকে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিচ্ছেন না মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শদাতা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি।

রাখাইনে দেশটির মুসলিম জনগোষ্ঠীর (রোহিঙ্গা) ওপর নির্যাতনের কারণে বৈশ্বিকভাবে নানা সমালোচনার মুখোমুখি হচ্ছেন শান্তিতে নোবেল নোবেল জয়ী সু চি।  

এ সঙ্কট চলাকালেই বুধবার সু চির মুখপাত্র সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।