ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাঙ্গ হলো ক্যাসিনির শনি মিশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
সাঙ্গ হলো ক্যাসিনির শনি মিশন

ঢাকা: শনির গ্রহের কক্ষপথে জ্বলে জ্বলে নিঃশেষ হলো নভোযান ক্যাসিনি। এর মধ্য দিয়ে উৎক্ষেপণের ২০ বছর পর নিজের মিশন সম্পন্ন করলো ক্যাসিনি।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রিনিচ সময় অনুযায়ী শুক্রবার ( সেপ্টেম্বর ১৫) ১১টা ৫৫ মিনিটে নভোযান ক্যাসিনি থেকে রেডিও সিগন্যাল আসা বন্ধ হয়। শেষ দফার এক ঝাঁক বৈজ্ঞানিক উপাত্ত প্রেরণের পর  নীরব হয়ে পড়ে নভোযানটি থেকে আসা বেতার তরঙ্গ।

ক্যাসিনির থেমে যাওয়া প্রসঙ্গে এক টুইটে নাসা জানায়, ক্যাসিনি আমাদের শনির সৌন্দর্য দেখিয়েছে। এর পক্ষে যা সম্ভব ছিলো তার সর্বোচ্চটুকুই আমাদের জানিয়েছে। এখন এই উদ্যোগকে চালু রাখা আমাদের দায়িত্ব।

ধারণা করা হয় জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর শনি গ্রহের উপরিভাগের পরিবেশের সাথে ঘষা খাওয়ার ফলে নভোযানটিতে আগুন ধরে যায়। উল্কাখণ্ডের মত এটি পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে যায়।

নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং ইতালিয়ান স্পেস এজেন্সি যৌথ উদ্যোগে শুরু করে এই ক্যাসিনি হিগিনস মিশন।

১৯৯৭ সালের অক্টোবর মাসে উৎক্ষেপণ করা হয় নভোযান ক্যাসিনিকে। এটি শনির কক্ষপথে পৌঁছায় ২০০৪ সালে।

অবশ্য ক্যাসিনিই শনিগ্রহমুখী প্রথম মহাকাশযান নয়। ১৯৭৯ সালে পাইওনিয়ার-১১ এর পর ৮০’র দশকে পাঠানো হয়েছিলো ভয়েজার ১ ও ২।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।