ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৪টি যুদ্ধবিমান কিনছে কাতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
২৪টি যুদ্ধবিমান কিনছে কাতার

যুক্তরাজ্য থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে কাতার।

এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে। কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল-আতিয়াহ ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ফ্যালন নিজ নিজ দেশের পক্ষে সই করেন।

 

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এটি কাতারের দ্বিতীয় বৃহত্তম সামরিক চুক্তি বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।  

যার আওতায় যুক্তরাজ্যের কাছ থেকে ২৪টি টাইফুন যুদ্ধবিমান পাবে পারস্য উপসাগরের দেশটি। এগুলো কিনতে খরচ কেমন হচ্ছে, এ বিষয়ে জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।