ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডের দক্ষিণে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ‘প্রাণঘাতী’ ভূমিকম্পের ঘণ্টা কয়েকের মাথায় নিউজিল্যান্ডে শক্তিশালী এ  ‍ভূমিকম্প আঘাত হানলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইনভারকারগিল থেকে ৪০ কি.মি দূরে ভূমিকম্পটির উৎপত্তি।  এতে ঘরবাড়ি কেঁপে উঠে।

 

ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১২ কি.মি. গভীরতার ভূমিকম্পে  কোনো ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি। প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এদিকে মেক্সিকোর ওই ভূমিকম্পে শেষ পর্যন্ত ১৩৯ জনের প্রাণহানি খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।