ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘মারিয়া’য় লণ্ডভণ্ড পুয়ের্তে রিকো, ৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
‘মারিয়া’য় লণ্ডভণ্ড পুয়ের্তে রিকো, ৬ জনের প্রাণহানি মারিয়ায় লণ্ডভণ্ড ঘরবাড়ি

পশ্চিম আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী হারিকেন ‘মারিয়া’ ক্যারিবীয় সাগরের দেশ ডোমিনিকার পর আঘাত হানলো পুয়ের্তে রিকোতে। তুর্কস ও কাইকস দ্বীপপুঞ্জে ব্যাপক তাণ্ডব চালিয়েছে মারিয়া। বাঁধ ভেঙে সৃষ্টি হয়েছে বন্যা। এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শুক্রবার (২২ সেপ্টেম্বর) মারিয়ার প্রভাবে অতিবৃষ্টির মধ্যে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘর।  

যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে, পুয়ের্ত রিকোসহ অন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মিলে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

গুয়াজাটাকা নদীর উত্তর-পশ্চিমের বাঁধ ভেঙে পুয়ের্তে রিকোয় বন্যা দেখা দিয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস সান জুয়ান অফিস টুইটার বার্তায় এ অবস্থাকে ‘ভয়ানক বিপদজনক অবস্থা’ হিসেবে অবিহিত করেছে। একই সঙ্গে সেখান থেকে জরুরিভিত্তিতে লোক সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানাচ্ছে সংস্থাটি।

পুয়ের্তে রিকো কর্তৃপক্ষ এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ভূমিধস ও বন্যায় তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মৃতের সঙ্গে কমপক্ষে ১৫ হতে পারে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।