ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেলুচিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
বেলুচিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ সড়ক দুর্ঘটনা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বেলুচিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।

প্রদেশের মাসতুং জেলায় শনিবার (০৭ অক্টোবর) এ ঘটনা ঘটে।  

একটি যাত্রীবাহী ভ্যান ও বাসের মধ্যে সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

ভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এতে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে তার সংঘর্ষ বাঁধে।

আহতদের প্রদেশের রাজধানী কোয়েটার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানা যায়; মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটিতে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত প্রায় নয় হাজার দুর্ঘটনায় সাড়ে চার হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।