ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ছে যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্র পাকিস্তান ও এর নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কতগুলো ইস্যুতে সহযোগিতা করায় পাকিস্তানকে ধন্যবাদ জানান তিনি। 

স্থানীয় সময় শনিবার (১৪ অক্টোবর) টুইট বার্তায় এ কথা জানান ডোনাল্ড ট্রাম্প।  

এর আগে ভোটার সামিটে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে কিছু ঘটনা ঘটেছে।

কিন্তু এখন আমেরিকা দেশটির সঙ্গে প্রকৃত ভালো সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছে।

‘আমি খোলাখুলিভাবেই বলেছি, অনেক বছর ধরেই পাকিস্তান আমাদের দেশের বিপুল সুবিধা ভোগ করেছে। কিন্তু আমরা এখন তাদের সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে শুরু করছি। একটি জাতি হিসেবে তারা আমাদের সম্মান করে আমরাও তাদের সম্মান করি। ’


‘পাকিস্তান এবং অন্যান্য দেশ আবারও যুক্তরাষ্ট্রকে সম্মান জানাতে শুরু করেছি,’ যোগ করেন তিনি।  

এদিকে ট্রাম্পের এই মন্তব্যের জের ধরেই যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল গত ১৩ অক্টোবর পাকিস্তান সফর করেছে। এ সময় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় দৃঢ় করতে নানা বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।  

উভয় দেশই নিজেদের মধ্যে দ্বি-পক্ষীয় কর্মকাণ্ড বাড়াতে এবং সন্ত্রাসবাদ নির্মূলে সব পর্যায়ের সম্পর্ক উন্নয়নের বিষয়ে সম্মত হয়েছে।  

আর প্রতিনিধিদলের সফরের একদিন পরই টুইটারে এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।