ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হারিকেন ‘অফিলিয়া’য় আয়ারল্যান্ডে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
হারিকেন ‘অফিলিয়া’য় আয়ারল্যান্ডে ৩ জনের মৃত্যু ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি স্টেডিয়াম

আটলান্টিকে সৃষ্ট সামুদ্রিক ঝড় ‘অফিলিয়া’র আঘাতে আয়ারল্যান্ডে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন নারী। ঝড়ে গাছ পড়ে ওই নারীর মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলের পর আয়ারল্যান্ড উপকূলে আঘাত হানে হারিকেন ‘অফিলিয়া’। এর ঘণ্টাবাদেই প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত তিনজনের দু’জনই গাছ চাপায়। অপরজন ঝড়ে উপড়ে পড়া গাছ সরাতে গিয়ে।  

এদিকে ঝড়ের পর উত্তর আয়ারল্যান্ড, ওয়ালসসহ বিভিন্ন এলাকার সাড়ে তিন লাখ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। বাতাসে বিভিন্ন স্থাপনা উড়ে গেছে। রাস্তার ওপর উপড়ে রয়েছে গাছপালা। কোনো কোনো এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, দামফ্রিস ও গ্যালোওয়েতে আঘাত হাতে ‘অফিলিয়া’। যার প্রভাব মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এর আগে ঝড়ের সর্তকতা হিসেবে আয়ারল্যান্ডে সোমবার স্কুল-কলেজ, সরকারি দফতর, অফিস-আদালত বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয় কয়েক ডজন ফ্লাইট।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।