ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাসি থামাতে হাত দিয়ে মুখ ঢাকলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
হাসি থামাতে হাত দিয়ে মুখ ঢাকলেন পুতিন

ঢাকা: ভ্লাদিমির পুতিন, নিঃসন্দেহে বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্টদের একজন। সব কাজই যার কাছে সমান গুরুত্বপূর্ণ, তিনিই কিনা গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে অনবরত হাসতে লাগলেন। লাগামহীন এ হাসি থামাতে শেষ পর্যন্ত দুই হাত দিয়ে মুখ ঢাকতে হলো তাকে।

কি কারণে হঠাৎ তার এতো হাসি চেপে বসলো। কারণ খুঁজতে জানা গেলো, গত সপ্তাহে অনুষ্ঠিত এক বৈঠকে কৃষিমন্ত্রী আলেকজান্ডার তাচোভ রপ্তানির পরিমাণ বাড়ানোর তাগিদ দেন।

 

এ সময় তিনি জার্মানির প্রসঙ্গ টেনে বলেন, তারা প্রতি বছর সাড়ে ৫ লাখ টন শূকর উৎপাদন করে, যার ৩ লাখ টনই চীন, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি করে।  

উত্তরে পুতিন বলেন, ইন্দোনেশিয়া মুসলিম দেশ। তারা শুকর খায় না। মন্ত্রী জোর দিয়ে বলেন, তারা খাবে। পুতিন পাল্টা জবাব দেন, ‘না, তারা খাবে না’। এ কথা বলেই হাসিতে ফেটে পড়েন পুতিন।

যদিও বিষয়টি পরে বোঝাতে সক্ষম হন মন্ত্রী। বক্তব্য পরিষ্কার করে পুতিনকে বলেন, আসলে ইন্দোনেশিয়া নয়, দক্ষিণ কোরিয়ার কথা বলতে চেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭ 
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।