ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোহিঙ্গা ফেরাতে গঠনমূলক উদ্যোগ প্রয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
রোহিঙ্গা ফেরাতে গঠনমূলক উদ্যোগ প্রয়োজন

মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরাতে গঠনমূলক উদ্যোগ প্রয়োজন বলে মত দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর।

তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতে রোহিঙ্গারা রয়েছেন। যাদের ফেরাতে গঠনমূলক পথ প্রয়োজন।

বঙ্গোপসাগর ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত-জাপানের সহযোগিতার সম্ভাবনা নিয়ে এক আলোচনায় তিনি এ মত দিয়েছেন।

রাখাইন থেকে যে মানুষজন পালিয়ে চলে আসছেন তা নিয়ে উদ্বেগ রয়েছে তার সরকারের, এমনটা জানিয়ে তিনি বলেন, দেখার বিষয় মানুষগুলো কীভাবে ফিরে যেতে পারে। যদিও এটি সহজ কাজ নয়।

সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কথা বলে যেটুকু বোঝা গেছে যে এই সমস্যার সমাধান করতে হবে ব্যবহারিক, গঠনমূলক কথোপকথনের মাধ্যমে।

সম্ভাবনাময় নেতৃস্থানীয় শক্তি হিসেবে এ অঞ্চলের যেকোনো দায়িত্ব ভারতের কাধে পড়ে বলেও মত দেন তিনি।  

চলতি বছরের ২৪ আগস্টের পর থেকে অব্যাহত অত্যাচারে এখন পর্যন্ত পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা সোয়া ছয় লাখের কাছাকাছি বলে জাতিসংঘ জানাচ্ছে। বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও লাখ খানেক বেশি। এছাড়া আগে থেকেই চার লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে থাকেন। এতে মোট রোহিঙ্গা সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এছাড়া ভারতে রোহিঙ্গা আছে ৪০ হাজারের মতো।

বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।