ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলোরাডোয় ওয়ালমার্ট সেন্টারে গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
কলোরাডোয় ওয়ালমার্ট সেন্টারে গুলিতে নিহত ২ ঘটনাস্থলে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কলোরাডোয় বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি সুপার সেন্টারে গুলিতে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

স্থানীয় সময় বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজ্যের রাজধানী ডেনভারের উপকণ্ঠের ওই সুপার সেন্টারে এ গুলির ঘটনা ঘটে। নিহত দু’জনই পুরুষ।

আর আহত নারীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডেনভারের উপকণ্ঠের ওই ওয়ালমার্ট সেন্টারের গুলির খবর আসে তাদের কাছে। ঘণ্টাখানেক পর প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত হন, সেখানে কোনো ‘সক্রিয় বন্দুকধারী’ নেই।

কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি প্রশাসন। এমনকি সন্দেহভাজন কাউকে পাকড়াও করার কথাও জানা যায়নি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে নিউইয়র্কের ম্যানহাটনে পথচারীদের ওপর ট্রাক চালিয়ে দেওয়া হয়। এতে অন্তত আট জন নিহত হন। হামলাকারীকে আইএসের সমর্থক বলে সন্দেহ করছে মার্কিন সংবাদমাধ্যম।

ওই ঘটনার পর পুরো যুক্তরাষ্ট্রজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। এরমধ্যেই ডেনভার উপকণ্ঠে এমন ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।