ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ আরোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ আরোপ

ঢাকা: সৌদি আরবের রিয়াদে মিসাইল হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করেছে দেশটি।সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে প্রবেশে স্থল, আকাশ ও সমুদ্র পথ বন্ধ করে দিয়েছে।

এদিকে ইরান অবরোধের কড়া সমালোচনা করে এটি আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে। এটি ’যুদ্ধে রূপ’ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দেশটি।



সৌদি আরবের দাবি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরানে তৈরি মিসাইল হামলা করেছে।

ইরান সৌদি আরবের এ দাবি প্রত্যাখান করে বলছে এসব মিসাইল স্থানীয় ভাবে তৈরি।

ইয়েমেন সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি যুবরাজ মানসুর বিন মুকরিন নিহত হওয়ার পর এ অবরোধ আরোপ করে দেশটি।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।