ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুজরাটের মুখ্যমন্ত্রীর পরিবারকে ১৫ লাখ রূপি জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
গুজরাটের মুখ্যমন্ত্রীর পরিবারকে ১৫ লাখ রূপি জরিমানা বিজয় রূপানি (ফাইল ছবি)

অবৈধ ব্যবসায়িক লেনদেনে জড়িয়ে জরিমানা গুনতে হচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির পরিবারকে।

শেয়ার বাজারে অবৈধ লেনদেনের দায়ে রুপানি পরিবারকে জরিমানা করেছে ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই)। একই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন আরও ২১ জন।

অখ্যত সংস্থা ‘সারঙ্গ কেমিক্যালস’ সঙ্গে অবৈধ ব্যবসায়িক লেনদেনের জন্য এসইবিআইর জরিমানার আওতায় পড়লো রুপানির প্রতিষ্ঠান এইচইউএফ। এর জেরে তাদের পরিবারকে ১৫ লাখ রুপি জরিমানা ধার্য করা হয়েছে। একই সঙ্গে তিন অভিযুক্ত ব্যক্তির প্রত্যেককে ৭০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। অভিযুক্তের তালিকায় রয়েছেন দুই দালাল, যাদের প্রত্যেককে আট লাখ রুপি জরিমানা দিতে হবে বলে জানা গেছে।

অভিযোগ মিলেছে, ২০১১ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই অবৈধ লেনদেন চলে। রুপানির পরিবার এই দুর্নীতির ১৮ নম্বর নোটিশপ্রাপ্ত অভিযুক্ত।

এদিকে ২০১৬ সালের আগস্টে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন রুপানি।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।