ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অভ্যন্তরীণ রুটে নিজেদের প্লেনের পরীক্ষামূলক উড়ান চীনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
অভ্যন্তরীণ রুটে নিজেদের প্লেনের পরীক্ষামূলক উড়ান চীনের সি৯১৯

ঢাকা: নিজস্ব প্রযুক্তিতে নিজের দেশে তৈরি বড় আকারের যাত্রীবাহী জেট প্লেনের ষষ্ঠ পরীক্ষামূলক উড্ডয়ন চালালো চীন, যা অভ্যন্তরীণ রুটে প্রথম। ১৬৮ আসনের সি৯১৯ কে মনে করা হচ্ছে বোয়িং ৭৩৭’র প্রতিদ্বন্দ্বী।

শুক্রবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ৩৮ মিনিটে সাংহাইয়ের পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওয়ানা করে দুপুর ২টায় জিয়ান ইয়ানলিয়াংয়ে অবতরণ করে। এটি ছিল অভ্যন্তরীণ রুটে প্লেনটির প্রথম পরীক্ষামূলক উড়ান।

পাঁচজন ক্রু নিয়ে ৭ হাজার ৮শ মিটার উচ্চতা দিয়ে ১৩শ কিলোমিটারের বেশি পথ ওড়ে সি৯১৯। এমনটি জানিয়েছে সাংহাইভিত্তিক জেট প্লেন তৈরি প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চীন।

চলতি বছরের মে মাসে প্রথম পরীক্ষামূলক উড়ান চালায় দেশটি। প্রযুক্তিখাতে এটি চীনের অন্যতম বড় সাফল্য ধরা হচ্ছে। চীন এরকম ছয়টি প্লেন তৈরির প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের শেষের দিকে দ্বিতীয়টির পরীক্ষামূলক উড্ডয়ন চালাতে পারে।

এরইমধ্যে ২৭ জন গ্রাহকের কাছ থেকে সি৯১৯ এর অর্ডার পেয়েছে। প্লেনটির সঙ্গে এয়ারবাস ৩২০ ও বোয়িং ৭৩৭ এর তুলনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।