ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ইরাকে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭ ইরাকে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকা: ইরাকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। এটি ছিল দেশটির সেনাবাহিনীর একটি নিয়মিত উড়ান। যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হওয়া কপ্টারে থাকা সাতজনই মারা যান।

রোববার (১২ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর একটি বিবৃতি ও বিমানবাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানান।

রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় বাগদাদ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ওয়াসিট সিটির রাজধানী শহর কুট এর একটি ট্রেনিং মিশনে ছিল।



কারিগরি ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী সূত্র। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।