ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে ‘নাটকীয়’ ভবন ধস 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
অন্ধ্রপ্রদেশে ‘নাটকীয়’ ভবন ধস  ছবি: সংগৃহীত

ঢাকা: ভবন ধসের স্মৃতি বেশ করুণ। আর রানাপ্লাজার কথা মনে হলেই যেন সেই দুঃসহ স্মৃতি চোখের কোণে ভেসে ওঠে। তবে ভারতের দক্ষিণ-পূর্ব উপকূল অঞ্চলের রাজ্য অন্ধ্র প্রদেশে যেন এক নাটকীয় ভবন ধসের ঘটনা ঘটেছে। 

রোববার (১২ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ কথা  জানানো হয়েছে।  

খবরে বলা হয়, শনিবার অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার একটি  তৃতীয়তলা পরিত্যক্ত ভবন হঠাৎ ধসে পড়ে।

তবে কয়দিন আগে ভবন থেকে বাসিন্দারা বের হয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভিডিও ক্লিপ দেখে মনে হচ্ছিল, ভবনটি যেনো হঠাৎ উল্টে যাচ্ছে। এ সময় ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় অবস্থানরত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তাদের অনেকটা অসহায় মনে হচ্ছিলো।  
 
এনডিটিভি জানায়, কয়েক মাস আগে ভবনটির কাছে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়। আংশিক ভাঙার জন্য ভবন মালিককে নোটিশ পাঠান গুন্টুরের সিভিল কর্মকর্তা।  

এদিকে নাটকীয় ভবন ধসের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।