ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৬৫ ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে রোববার (১২ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পে ইরাকের উত্তরাঞ্চলের বড় অংশ ধসে গেছে। এছাড়া ইরান সীমান্তজুড়ে আটটি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ইরান সীমান্তে অন্তত ৬১ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। এছাড়া ইরাকে চারজন নিহত হয়েছেন বলেও জানা গেছে। দেশটির সরকারি টিভি চ্যানেলে খবরটি নিশ্চিত করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক সার্ভে জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ৩। যদিও ইরাকি আবহাওয়াবিদদের দাবি, এটি ছিলো ৬ দশমিক ৫ মাত্রার।

ইরাকি আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরান সীমান্তের খুব কাছে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সুলাইমানিয়াহ প্রদেশের পেনজিনে ছিলো এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ইরানের সরকারি টিভি চ্যানেলে জানানো হয়, দেশটির সীমান্তবর্তী কাসর-ই-শিরিন শহরে অনেকে আহত হয়েছেন।

ভূমিকম্প টের পেয়ে বাগদাদের বাসিন্দাদের অনেকে রাস্তায় নেমে আসেন। এছাড়া শহরটির বহুতল ভবনে অবস্থানরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।