ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৪ হামলার স্থল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। 

অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) বন্দুকধারী একটি স্কুল ও আশপাশের এলাকায় অর্তকিত গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।  

তেহামা কাউন্টি অ্যাসিস্ট্যান্ট শেরিফ ফিল জনস্টন জানিয়েছেন, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে হামলাকারী নিহত হয়েছেন।

তবে প্রাথমিক হামলার কারণ জানা যায়নি।  

ওই ঘটনার পর সংবাদ সম্মেলনে জনস্টন বলেন, ‘এ ঘটনার মাধ্যমে এটা খুবই স্পষ্ট যে, যেকেউ সহজেই কোনোকিছুকে তার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছেন’।  

তিনি আরো বলেন, হামলাকারী গুলি চালাতে চালাতে স্কুল থেকে বের হয় এবং আশপাশের এলাকায়ও গুলি চালায়। হামলাকারী এ সময় তার ব্যবহৃত গাড়িটি ভেঙে দিয়ে অপর একটি গাড়ি চুরি করে পালাতে গেলে পুলিশের গুলিতে নিহত হয়।

প্রাথমিক হামলাকারীর নাম-পরিচয় জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।