ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে কুয়ায় ৪ শিক্ষার্থীর মরদেহ, ধারণা আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
তামিলনাড়ুতে কুয়ায় ৪ শিক্ষার্থীর মরদেহ, ধারণা আত্মহত্যা কুয়া থেকে উদ্ধার করা হচ্ছে শিক্ষার্থীদের মরদেহ

ভারতের তামিলনাড়ুর ভেলরের পানাপাক্কাম গ্রামের নিকটবর্তী একটি কুয়ার মধ্য থেকে চার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা সবাই একটি সরকারি স্কুলের শিক্ষার্থী।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা দীপা, সানকারি, মনিষা ও রিভাথী নামে ওই চার শিক্ষার্থী আত্মহত্যা করেছে। স্কুলে প্রাতিষ্ঠানিক অবস্থা নিয়ে শিক্ষক তাদের তিরষ্কারের পর অভিভাবককে ডেকে পাঠালে তারা এ ‘মরণপথ’ বেছে নেয় বলেও ধারণা পুলিশের।

রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ৮৮ কিলোমিটার দূরে শুক্রবার (২৪ নভেম্বর) দিনের কোনো এক সময়ে এ ঘটনা ওই চার শিক্ষার্থী। এ কারণে ওইদিন তারা স্কুলে অনুপস্থিত ছিলো।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পি পাকালাভান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে কিছু তথ্য পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।