ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ১৮ মার্চ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ১৮ মার্চ

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৮ মার্চ (রোববার)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দেশটির সংসদের উচ্চকক্ষের ভোটে এই বিষয়টি চূড়ান্ত হয়েছে। এখানে সর্বসম্মতভাবে যা পাস হয়।

সংসদ স্পিকার ভ্যালেনটিনা মাতভিনিকো এই সিদ্ধান্তের কথা জানান।

এদিকে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিদ্বন্দ্বিতার কথা পুনর্ব্যক্ত করেছেন। দেশি-বিদেশি হাজারো সাংবাদিক নিয়ে এক বাৎসরিক সংবাদসম্মেলনে তিনি জানান, মার্চের নির্বাচনে ‘স্বতন্ত্র প্রার্থী’ হয়ে লড়াই করতে চান।

নির্দিষ্ট কোনো দলের প্রার্থী হয়ে নয়, বরং নিজস্ব পরিচয়ে ভোট করতে চান তিনি। এতে জয়লাভের আশা বেশি বলেও উল্লেখ করেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই রাজনীতিক।

ইউনাইটেড রাশিয়া দলের হয়ে ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন পুতিন। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বর্তমানে দলটির সভাপতি।  

দেশটিতে এখনও পুতিনের জনপ্রিয়তা অনেক বেশি বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে। তবে পুতিন-ট্রাম্প সম্পর্ক ভোটে কী প্রভাব ফেলে তা এখানে দেখার বিষয় বলে মানছেন বিশ্লেষকরা।

উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্প-পুতিন কথোপকথন

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।