ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিন তালাক দিলে শাস্তি, লোকসভায় বিল পাস 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
তিন তালাক দিলে শাস্তি, লোকসভায় বিল পাস  প্রতীকী ছবি

ঢাকা: ভারতে তিন তালাক বিরোধী বিল লোকসভায় পাস হয়েছে। ফলে তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণার দিকে একধাপ এগিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও বিল পেশের আগে এনিয়ে তুমুল বির্তক চলে লোকসভায়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কোনো সংশোধনী ছাড়াই কণ্ঠভোটে লোকসভায় বিলটি পাস হয়।

বিল অনুযায়ী , তাৎক্ষণিক তালাক বা তিন তালাক বা তালাক-ই-বিদ্দত দিলে মুসলমান পুরুষকে ৩ বছরের জেল খাটতে হতে পারে।

 

বিবাহ বিচ্ছেদের পর নাবালক-নাবালিকা সন্তানের দায়িত্ব সরাসরি মায়ের হাতে তুলে দেওয়া হবে। তাৎক্ষণিক তালাক দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের পর জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হবে।  

যার সর্বোচ্চ সাজা তিন বছর হতে পারে। স্ত্রীকে তিন তালাক দিলে খোরপোশের দায়িত্বও স্বামীকে বহন করতে হবে। এমনকি সন্তানের ভরণপোষণের দায়িত্বও স্বামীকে নিতে হবে।

বিল পাসের পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, আশা করছি রাজ্যসভাতেও এই বিল পাস হবে।  

গত বুধবার (২৭ ডিসেম্বর) সংসদে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিলটি পেশ করেন। তিনি বিল পেশের সময়েই দিনটি ‘ঐতিহাসিক’ দিন হিসেবে  আখ্যা দেন।  

এদিকে সংসদে বিলটি পাস হওয়ায় অসন্তোষ রয়েছে মুসলিম প্রধান দলগুলোর মধ্যে। যদিও এ প্রসঙ্গে কংগ্রেস বলছে, বিচ্ছেদ হওয়া নারীদের আর্থিক ও পারিপার্শিক নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা উচিত।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।