ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাছের ‘মর্যাদা’ হারালো বাঁশ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
গাছের ‘মর্যাদা’ হারালো বাঁশ! বাঁশ, (ফাইল ছবি)

গাছের মর্যাদা হারালো বাঁশ! এই উদ্ভিদটিকে আর গাছ বলে ডাকা হবে না। এটি কেবলই তৃণ।

ভারতের রাজ্যসভায় কণ্ঠভোটে বেশিরভাগ সদস্যই এ বিষয়ে একমত হয়েছেন। এতে সংশোধন হয়েছে আইন।

নতুন করে পরিবর্তন এনে দেশটির বন আইনে এখন বলা হলো, জঙ্গলের বাইরে বাঁশ কাটা এবং পরিবহনের ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে। তবে বনের মধ্যে বেড়ে ওঠা বাঁশকে গাছ বলেই ধরতে হবে, ফলে সেগুলো আগের মতোই কাটা এবং পরিবহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

১৯২৭’র ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী বাঁশকে গাছ বলা হতো তা আর থাকলো না।  

গত ২০ ডিসেম্বর লোকসভাতে আগেই বিলটি পাস হয়। বুধবার (২৭ ডিসেম্বর) রাজ্যসভায় যা পাস হলো।

তবে বিরোধীদলগুলো ইতোমধ্যেই এই নতুন বিল নিয়ে সমালোচনা শুরু করেছে। তাদের অভিযোগ, কোনো রকম আলোচনা না করেই এটি পাস করা হয়েছে। এর সুফল পাবে শিল্পপতিরা! 

সংসদের বাইরের কয়েকজন সিনিয়র নেতাও এ নিয়ে সমালোচনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।