ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা ২২ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
ইরানে সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা ২২ ছাড়িয়েছে সহিংসতা তীব্রতর হচ্ছে ২০০৯ সালের চেয়েও বড় এ সরকারবিরোধী আন্দোলনে। ছবি: সংগৃহীত

ইরানে চলমান সহিংস সরকারবিরোধী আন্দোলনে আরও ৯ জন নিহত হওয়ার খবর দিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। তাদের খবর অনুসারেই নিহতের সংখ্যা এখন অন্তত ২১ জন।

সোমবার (০১ জানুয়ারি) রাতে একদিনেই ওই ৯ জন মারা যান বলে মঙ্গলবার (০২ জানুয়ারি) জানানো হয়েছে। তাদের মধ্যে মধ্য ইরানের নাজাফাবাদ শহরে শিকারি রাইফেলের গুলিতে একজন পুলিশ সদস্য নিহত ও তিনজন আহত হওয়ার খবর আগেই জানানো হয়েছিল।



নিহত অন্য ৮ জনের মধ্যে ৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে বছরের বড় সহিংসতাটি ঘটে ইস্পাহান প্রদেশের কাহারদিজান শহরে। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, পুলিশ স্টেশনে হামলা ও অস্ত্র লুটের চেষ্টা করতে গিয়ে নিহত হন ওই ছয় বিক্ষোভকারী।

অন্য ঘটনায় ইসফাহান শহরের সাংস্কৃতিক কেন্দ্রের কাছে ইরানের বিপ্লবী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১১ বছর বয়সী এক বালক ও বিপ্লবী রক্ষী নিহত হন।

২০০৯ সালের গণআন্দোলনের চেয়েও শাসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে ছয়দিনের এ অস্থিরতা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এএসআর
** তেহরানে সশস্ত্র বিক্ষোভ, পুলিশ কর্মকর্তার মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।