ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট ভবন জ্বলছে, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট ভবন জ্বলছে, আহত ১২ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের ২০০ কর্মী।

নিউইয়র্কের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন নিউইয়র্ক অগ্নিনির্বাপণ বিভাগের দুই শতাধিক কর্মী।

মঙ্গলবার (০২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে ব্রুনক্সের ১২টি অ্যাপার্টমেন্টের ওই ভবনে আগুন লাগে। ব্রুনক্স চিড়িয়াখানার কাছের রিভার অ্যাভিনিউয়ের ভবনটির নিচতলার এককোণের একটি ফার্নিচারের দোকান থেকে শুরু হয়ে দ্রুত বিভিন্ন তলায় ছড়িয়ে পড়েছে।

কমপক্ষে ১২ জন আহত হলেও ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে অগ্নিনির্বাপণ বিভাগ। আহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি কর্মকর্তারা।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি।

দুর্ঘটনাস্থলটির কাছাকাছি ব্রুনক্স  চিড়িয়াখানা ও ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির কাছের প্রসপেক্ট অ্যাভিনিউয়ের একটি ভবনে মাত্র ৬ দিন আগে অগ্নিকাণ্ডে শিশু ও বৃদ্ধসহ কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটে। গত ২৮ ডিসেম্বরের ওই ঘটনায় গুরুতর আহত হন আরও চারজন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।