ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণের আলোচনার প্রস্তাবে সম্মতি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
দক্ষিণের আলোচনার প্রস্তাবে সম্মতি উত্তর কোরিয়ার

২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণে আলোচনার বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে উত্তর কোরিয়া। উচ্চ পর্যায়ের বৈঠকটি আগামী ৯ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আসছে ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার অ্যাথলেটরা কিভাবে অংশগ্রহণ করতে পারেন, আলোচনায় সে উপায় খোঁজা হবে।

আলোচনার প্রস্তাব পাওয়ার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিষয়টিকে ‘দু’দেশের জনগণের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরির বিশাল সুযোগ’ বলে আখ্যা দিয়েছেন।

একই কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে।  

জানা গেছে, বৈঠকটি দুই দেশের সীমান্তবর্তী পানমুনজম গ্রামে অনুষ্ঠিত হবে। এরইমধ্যে সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

এর আগে বৈঠকের প্রস্তাবের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে দুই বছর বন্ধ থাকার পর ফের হটলাইন চালু করে উত্তর কোরিয়া।  

২০১৫ সালের ডিসেম্বরের পরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আর কোনো আলোচনা হয়নি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।