ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে তিন মাস ধরে আটক ১৪ ‘বাংলাদেশি’ জেলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
 ভারতে তিন মাস ধরে আটক ১৪ ‘বাংলাদেশি’ জেলে ভারতে আটক ১৪ বাংলাদেশি জেলে। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে আটকা পড়ে আছেন ১৪ জেলে। গত তিন মাস ধরে আটক জেলেরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

গত বছরের ২৭ নভেম্বর তাদের বঙ্গপোসাগরের ভারতীয় অংশ থেকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

পরে তাদের স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।  

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আটক জেলেরা ‘চম্পা আক্তার’ নামে একটি ট্রলারে মাছ ধরতে বেড়িয়েছিলেন। গত বছরের ২০ নভেম্বর প্রতিকূল আবহাওয়ায় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।  

তখন প্রায় ২০ দিন সাগরে ভেসে থাকার পর বঙ্গোপসাগরের ভারতীয় অংশ ঢুকে পড়েন তারা। এরপর পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরের জেলেরা তাদের উদ্ধার করে স্থানীয় জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

কর্মকর্তারা বলছেন, তাদের গ্রেফতার করা হয়নি। তবে স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। তারা সবাই পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার অধিবাসী।  

তবে জাতীয়তার বিষয়টি এখনও নিশ্চিত না হওয়ায় তাদের মুক্ত করতে পারছে না স্থানীয় কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময় ১০০ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এমএসএ/এমএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।